শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন সাকিব

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রায় পাঁচ মাস পর সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তবে ফরম্যাটটা ভিন্ন। মাঝখানে বিপিএল ও ডিপিএল খেললেও খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষে টিটোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে একদমই পাত্তা পায়নি বাংলাদেশ। সিলেটে সেই বিধ্বস্ত সময় ভুলে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লক্ষ্যে মুখিয়ে আছে টাইগাররা। ৩০ মার্চ থেকে টেস্ট শুরু হলেও সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন গতকাল। এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টে জেতা উচিত বাংলাদেশের।

সাকিব বলেন আশাতো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা সংগ্রাম করেছি। যা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। প্রায় এক বছর পর টেস্টে ফিরছেন সাকিব। প্রত্যাবর্তন রাঙাতে কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে কি না জানতে চাইলে এই অলরাউন্ডার বলেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত এবং একই সঙ্গে গর্বিত।

পূর্ববর্তী নিবন্ধসানিয়া মির্জাকে নিয়ে নতুন গুঞ্জন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ইন্‌ডোর গেমস শুরু