শ্রমিকদের জীবন মান উন্নয়ন করতে হবে

অভিষেক অনুষ্ঠানে সাইফুদ্দীন আহমদ আল হাসানী

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ্‌সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, ইতিহাস থেকে জানা যায় যুগে যুগে দাসপ্রথা বা খেটে খাওয়া মানুষেরা জুলুম নির্যাতনের শিকার হয়ে এসেছেন। দাসদাসীদের কোনো সম্মান, মর্যাদা, অধিকারই ছিলো না। শ্রমিক, কৃষক,

দিনমজুর, খেটে খাওয়া মানুষকে মর্যাদার আসন দিয়েছেন রহমাতুল্লিল আ’লামিন নবী করীম (.)। পবিত্র কুরআনুল কারিমে শ্রমিকদের অধিকারকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রিয় নবী (.) আদর্শ অনুসরণের মাধ্যমে পৃথিবী থেকে সকল অন্যায় অবিচার জুলুম নির্যাতন অপশাসন থেকে মানুষ মুক্তি পেতে পারে। প্রিয়

নবীর (.) নির্দেশনা উপেক্ষিত হওয়ায় সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি দিয়ে তাদের জীবন মান উন্নয়ন করেেত হবে। শ্রমিক খুশি থাকলে উন্নয়ন অগ্রযাত্রায় সুফল আসবে। সেজন্য দায়িত্বশীলদের শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন হওয়া জরুরি।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যান্ড উড লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও শ্রমিক মিলন মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যান্ড উড লেবার ফেডারেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদু’দেশের বাণিজ্য বৈষম্য দূর করতে যৌথ বিনিয়োগের আহ্বান
পরবর্তী নিবন্ধ‘দেশে দেশে বর্ণমালা ও একুশে সংকলন’ শীর্ষক প্রদর্শনী শুরু