শেষ নৈশভোজ

ফুয়াদ হাসান | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

তুমি জানতে নিশ্চয়ই
এখান থেকে কেউ তোমাকে
ধরিয়ে দেবে
অবশ্যই তুমি বুঝেছ
এর ভেতর থেকে
পাচার হবে গোপন সব
এদের একজন তোমাকে
চিনিয়ে দেবে
নাকি জানতে না
তারপরও তুমি কেমন
নির্বিকার শেষ করেছ আহার
ওদের পাতে তুলে দিয়েছ যত খাবার
অশ্রুপানীয়, অভিজাত রক্তস্যুপ
থেতলা মাংশের সসেজ, টুকরো নান
বারোজনই ক্রুশবিদ্ধ করে
জমিয়ে খেয়ে নিয়েছে সব
আয়তকার নৈশ-টেবিলে
লুকিয়ে ক্রুর হাসিতামশা লিপ্সা…
সাক্ষী ছিলে নীরবে একা

তুমি কি তবে ধরিয়ে দিয়েছিলে তোমাকে

পূর্ববর্তী নিবন্ধনগরীর পরিবহন সেক্টরে জড়িত ১৫ হাজারেরও বেশি শিশু
পরবর্তী নিবন্ধঅপেক্ষার ছাই