নগরীর পরিবহন সেক্টরে জড়িত ১৫ হাজারেরও বেশি শিশু

ঘাসফুলের গবেষণা জরিপের তথ্য

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে জড়িত। দৈবচয়ন পদ্ধতিতে ৩৩৮ জন শিশুর উপর উন্নয়ন সংস্থা ঘাসফুলের গবেষণা জরিপের প্রাপ্ত ফলাফলে ১৫% শতাংশ শিশু বিকল্প ড্রাইভার এবং ৫৭% শিশু হেলপার কামড্রাইভার হিসেবে সড়ক পরিবহনে অবৈধভাবে কাজ করছে। পরিবহন সেক্টরে শ্রমের সাথে যুক্ত শিশুদের শারীরিক নির্যাতনের শিকার ৯১%, যৌন নির্যাতনের শিকার হয় ১৩%। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্র্যাকলার্নিং সেন্টার চট্টগ্রাম সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ঘাসফুলের আয়োজনে ‘শিশু পরিস্থিতি চট্টগ্রাম : ঝুঁকিপূর্ণ পরিবহন সেক্টর’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।
এছাড়া পরিবারের দারিদ্র্যতার কারণে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে ৯০% শিশু। কোভিড মহামারীর কারণে শহর থেকে গ্রামে স্থানান্তর হয়েছে ৩৭% শিশুর পরিবার। সমতাভিত্তিক সমাজ গঠনই শিশু শ্রমমুক্তির একমাত্র পথ। পরিবহন সেক্টরে বৈধ লাইসেন্স ও নিয়োগপত্র নিশ্চিত করলেই শিশুশ্রম প্রতিরোধ সম্ভব। গবেষক ড. মনজুর-উল-আমিন চৌধুরীর মাঠ পর্যায়ে গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
সভায় প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. ইমাম আলি। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ সলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন-ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাসফুল শিশু সুরক্ষা কর্মসূচির সমন্বয়কারী সিরাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিলামে সাড়ে ১০ হাজার কোটি টাকায় তরঙ্গ বিক্রি
পরবর্তী নিবন্ধশেষ নৈশভোজ