শেখ রাসেল সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রতি বছর ১৮ অক্টোবর পালন করা হয় শেখ রাসেলের জন্মদিবস। এবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হতে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালন করার নির্দেশনা দিয়েছে। শেখ রাসেলের নামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল পুরস্কার’ নামে একটি রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তনের জন্য আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। গত ১২ অক্টোবর উত্তর চান্দগাঁও দুর্গাবাড়ি মিলনায়তনে চারদিনব্যাপী শেখ রাসেল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ আচার্য এ কথা বলেন। সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে এবং কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়ার কর্মকর্তা এম. লোকমান হাকিম, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, সুবল আচার্য, বাপ্পা ধর, নোটন ধর, সৃজন ধর, জে এম বখতেয়ার, ইসমাইল চৌধুরী শাহীন, রাজু ধর প্রমুখ। অনুষ্ঠান শেষে শেখ রাসেল সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রথম দিনের পর্ব আরম্ভ হয়। এদিন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ে প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি