লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

সচেতনতা-ই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়। রোগাক্রান্ত হয়ে প্রতিকার নয়, বরং প্রতিরোধ-ই ডেঙ্গু মোকাবেলার সর্বোত্তম উপায়। অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং, করোনা মেডিসিন ব্যাংক, সার্ভ ফর স্মাইল ও প্রিয় চট্টগ্রামের যৌথ উদ্যোগে আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫বি৪’র কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ এসব কথা বলেন।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও করোনা মেডিসিন ব্যাংকের কর্মী ফয়সাল ইমামের পরিচালনায় সচেতনতামূলক কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম এমজেএফ এবং প্রধান বক্তা ছিলেন ক্লাবের সার্ভিস প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন। এ সময় জোন চেয়ারপার্সন ও প্রাক্তন সভাপতি লায়ন সাধন কুমার ধর, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মোহাম্মদ আইয়ুব, লিও তাসফিয়া আক্তার, লিও বাঁধন ঘোষ, লিও নাজমুল হাসান, করোনা মেডিসিন ব্যাংকের সদস্য ফয়সাল ইমাম, রাকিবুল ইসলাম, তারেক হোসেন, আরমান হোসেন সজিব, ইরফান উল হক এলবিন, তানভীর আহমদ সিদ্দিকি, জান্নাতুল মিফতা বুবলি, নাফিসা, রিজভী, উম্মে ফারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু সচেতনামূলক কর্মসূচির পাশাপাশি আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী, মাস্ক এবং পথচারীদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের অভিষেক