শেখ কামাল তরুণ প্রজন্মের কাছে আজও অনুপ্রেরণা

জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, শেখ কামাল তরুণ প্রজন্মের কাছে আজও অনুপ্রেরণা হয়েই আছেন।
চসিক : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের কনফারেন্স রুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম। উপস্থিত ছিলেন-কাউন্সিলর হাজী নুরুল হক, সাহেদ ইকবাল বাবু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, শৈবাল দাশ সমুন, পুলক খাস্তগীর, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বহী কর্মকর্তা মো. দিদারুল আলম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ গোলাম মোস্তফাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা শেষে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ নুরী।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : শেখ কামালের জন্মদিন উপলক্ষে আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোছলেহ উদ্দিন মনসুর, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, আবু জাফর, আবদুল কাদের সুজন, গোলাম ফারুক ডলার, ডা. তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ, নাসির আহমদ, মোস্তাক আহমদ বিকম, এ কে আজাদ, আতিকুর রহমান চৌধুরী, মমতাজ উদ্দিন, সৈয়দ নুরুল আবছার, সুরেশ দাশ, জাহেদুর রহমান সোহেল, এস এম বোরহান উদ্দিন, ডা. আর কে দাশ, শেখ মো. মহিউদ্দিন, সৈকত চৌধুরী, ইকরামুল হক মুন্না, জাবেদ হোসেন, মো. শওকত আলম, শাহেদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফজলুল কাদের।
উত্তর জেলা আওয়ামী লীগ : শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারী সিটি কলেজ জামে মসজিদের খতিব মওলানা মো. আবু সাঈদ নুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, জাফর আহমেদ, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ সা ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, মো. ইদ্রিচ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, রাশেদ খান মেনন প্রমুখ।
চা বোর্ড : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, বিশেষ দোয়া মাহফিল ও ভলিবল টুর্নামেন্টসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। বোর্ডের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমীন আলোচনা সভায় শেখ কামালের জীবন ও কর্মের ওপর উপস্থাপনা করেন। আলোচনা সভায় বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগ : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শুক্রবার হালিশহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, শাহজাহান চৌধুরী, মো. আব্দুর রহমান, এহছানুল আজিম লিটন, এড. মো. নোমান চৌধুরী, সরোয়ার জাহান, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শপন, মাসুদ রেজা, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, সালেহ আহমদ দিঘল, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতি, রতন মল্লিক, আজিজ উদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।
১৩নং ওয়ার্ড কাউন্সিলর : শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে নগরীর ১৩নং ওয়ার্ডে ওয়ারলেস জামে মসজিদে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন, মসজিদের মোতোয়াল্লি আবু তাহের, মহানগর যুবলীগের সাবেক সদস্য আবু বকর সিদ্দিকী, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ নেতা মোজাম্মেল হক সুমন, আজগর আলী, কাজী মোহাম্মদ কায়ছার উদ্দিন, মো. মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, বিন মো. ফয়সাল, মো. আবদুল কাদের, রেজাউল করিম রিটন, মীর মো. সাহেদ, মো. রহিম, মো. পারভেজ, মো. আরিফ, মো. আলী, জাহিদুল ইসলাম প্রমি, মো. তুহিন, ইফতেখার আবির, মোমিনুল হক, মো. মাহামুদ, মো. পারভেজ, মো. সোহেল, মো. রিপন প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ নগরীর হালিশহরের আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বোখারী আজম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
চট্টগ্রাম ওয়াসা : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস বেগম। জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার সচিব, বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি : শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এ.আর. আজিমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল- বন্দর কর্তৃপক্ষ উচ্চ বালক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ, শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় বন্দর-১২নং শেখ রাসেল স্মৃতি সংসদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার আশীষ ভদ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিম। আরও বক্তব্য রাখেন অভিজিৎ সাহা, শাহীন রিপন, সুলতান মাহমুদ খান শাহীন, সাইফুল হাসান সরকার, হাবিব উল্লাহ নাহিদ, আছিফুর রহমান মুন্না, ফারুকুল ইসলাম অংকুর, কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, কাউন্সিলর মোবারক আল প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল- শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, থানার ওসি রুহুল আমীন সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, কেশব কুমার বড়ুয়া, হোসেন মাস্টার, ডা. সুরজিত দত্ত, মোহাম্মদ জাফর, ডা. অশোক কুমার দেব, সরোয়ার মোরশেদ তালুকদার ও নূরুল আহসান লাভু।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। পরে ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালীব চৌধুরী, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন।
এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ : শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের গতকাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার নগরীর খাজা রোড়স্থ ওয়াসিয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আলো বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং বহুমুখী প্রতিভার অধিকারী। শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গণ আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে থাকতো। এতে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন তালুকদার, চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা সজিব, রাসেল, সাইফুল, অভি, শুভ প্রমুখ।
নগর যুবলীগ : গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং মসজিদ ও এতিমখানা কোরআন খতম, দোয়া মাহফিল ও তবাররক বিতরণ করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, ডবলমুরিং থানা যুবলীগ নেতা জিয়া উদ্দিন রানা, মো. মামুন, মোহাম্মদ ইসমাইল, হালিশহর থানা যুবলীগ নেতা মাসুদ পারভেজ, মো. রাজু হোসেন, আরিফুল ইসলাম ফরহাদ, হালিশহর থানা ছাত্রলীগের সদস্য মো. কাসেম, সুজন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী মাহমুদুন্নবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমাদক ও মানব পাচার রোধে ভূমিকা রাখছে কোস্টগার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী