গীতিকারের গানগুলো আজ
তোমায় ভেবে রচিত
তোমার আকাশ আজকে মুজিব
তারায় তারায় খচিত।
তোমার গানে মুখর পাখি
ছুটছে নদী ধেয়ে
তোমার খোঁজে কাঠবিড়ালি
ওঠছে কি গাছ বেয়ে?
মুজিব তোমায় খুঁজছে শিশু
ভাবছে কবি কত
তোমাকে আজ ভালোবাসা
শুভ জন্মশত”।
গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ