এই যে নদী ঝর্ণার জল-ধারা বয়ে চলে
এই যে আকাশ কি বা বাতাস মৃদু বা কলকলে
প্রতি পলে পলে-
আজকে তারা শেখ মুজিবের কথাই শুধু বলে।
এই যে মাঝি পাল তোলা নাও রাখালিয়া সুর
মায়ের কোলে খোকার হাসি আনন্দ ঝুর ঝুর
সকল সুখের নুর-
আজকে সবার মুখে প্রিয় নামটা মুজিবুর।
এই যে সকাল নরোম আলো সজীবতার খামে
পাখির গানে কিচির মিচির মুখর ডানে বামে
ভালোবাসার দামে-
বুকে খুশির জোয়ার ওঠে শেখ মুজিবের নামে।
এই যে দূরের পাহাড় সাগর সজীব সবুজ বন
এই যে মাঠের চাষা, কুমার, কামার পথিকজন
বুকে আলোড়ন-
ওঠে সবার, শেখ মুজিবুর স্বপ্ন আলোর ধন।
আজ কেনো এই সুখানন্দ খুশির সানাই-বীণ?
জাতির পিতা শেখ মুজিবের আজ জন্মদিন।