শীতার্তদের পাশে দাঁড়ান

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

এখন শীতকাল। সন্ধ্যা হওয়ার সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। বয়ে যায় ঠাণ্ডা বাতাস। গরীব-দুঃখীদের কষ্ট বাড়ে। কারণ তাদের শীত আটকানোর মতো গরম কাপড় নেই। রাস্তার ধারে যারা শুয়ে থাকে, যারা পথশিশু এবং যারা হতদরিদ্র তাদের কাছে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়। বাংলাদেশে শীতকালে ঠাণ্ডার তীব্রতায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা যায়। বিশেষ করে শিশু-বৃদ্ধ, যাদের রাত কাটে রাস্তার পাশে, তাদের অনেকেই শীতের তীব্রতা থেকে বাঁচতে পারে না। তাই যার যার সামর্থ্য অনুযায়ী এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত দায়িত্ব ও কর্তব্য। আশার কথা হচ্ছে যে, দেশের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন শীতার্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে। এগুলো শুধু শহরাঞ্চল এলাকায় বিতরণ হচ্ছে। কিন্তু গ্রামের দরিদ্র জনগোষ্ঠী এসব সাহায্য পাচ্ছে না। এমন কী সরকার প্রদত্ত শীতবস্ত্রগুলোও তারা পাচ্ছে না। ফলে নিদারুণ কষ্টে কাটছে তাদের শীতের রাত। সরকার ও সামাজিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্‌বান, আপনারা গ্রামের হতদরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর খোঁজ করে তাদের পাশে দাঁড়ান।

মো: জোবাইদুল ইসলাম
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা
মিরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকবীর চৌধুরী : উদারচিন্তার এক শুদ্ধচারী ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধগৌরবময় বিজয়ের মাস