শীতসন্ধ্যায় পৌষের গান কবিতা আড্ডা

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রকৃতিতে জেকে বসেছে শীত। তাই সাংস্কৃতিক অঙ্গনেও চলছে শীতকে ঘিরে নানা আয়োজন। গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয়ে গেলো শীতকে ঘিরে তেমনই এক সাংস্কৃতিক আয়োজন। ‘পৌষের সন্ধ্যায় গান কবিতা আড্ডা’ শিরোনামের আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস। সন্ধ্যা সাড়ে ছয় টায় কথামালার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের।

স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর উপস্থাপনায় অনুষ্ঠানে একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী স্বপ্নিল বড়ুয়া, রাজেশ্বরী চৌধুরী, জুয়েনা আফসানা, সুমি বিশ্বাস, পিন্টু কান্তি দাশ, অপর্ণা দাশগুপ্তা, আফরোজা চৌধুরী মুক্তা, সুস্মিতা দাশ এবং সুস্মিতা দত্ত। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রুবেল চৌধুরী, আনিকা চৌধুরী ও মৌ দত্ত। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জেরিন আহমেদ ও অরুন্ধতী চৌধুরী, সাফা মারওয়া ও এ এফ ফাহিম, রত্না চৌধুরী ও পিয়া চৌধুরী, অনামিকা দাশ ও পায়েল বিশ্বাস, দেবদ্বীপ কান্তি দাশ ও রূম্পা বিশ্বাস, সোহেল রানা ও আনিকা ইবনাত সূচি, অর্পিতা দাশগুপ্তা ও লাকী দেবী এবং তন্বী ঘোষ নন্দী ও রাত্রী বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় কাল নাটক ‘নোরা কই যায়’
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে হাতির হামলায় কৃষকের মৃত্যু