শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচি ১১ গতকাল রোববার সমাপ্ত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল কোর্ডিনেটর রবার্ট কমল সরকার, লায়ন সোহেলা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গীতিকার আশীষ কুমার বনিক, শিশু প্রতিনিধি পৃথ্বি নন্দীনি। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী সংস্থার শিশুরা কবিতা আবৃত্তি, অভিনয় ও একক সংগীত পরিবেশন করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধপুলিন দে ছিলেন প্রগতিশীল রাজনীতির আদর্শের প্রতীক
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও আলিম উল্লাহ স্মরণে সভা