পুলিন দে ছিলেন প্রগতিশীল রাজনীতির আদর্শের প্রতীক

স্মরণসভায় বক্তারা

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনে শহীদ মাস্টারদা সূর্যসেনের সহকর্মী আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক পুলিন দে’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। প্রধান বক্তা ছিলেন ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, মহানগর আওয়ামী ওলামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইসমাইল মঞ্জু আশরাফী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়া, সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, নারী সংগঠক পারভীন চৌধুরী, সজল দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, রতন ঘোষ, মো. তিতাস, হারুন উর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের কঠিন চীবরদান
পরবর্তী নিবন্ধশিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান