শিশুদের জীবন রক্ষায় সাঁতার জরুরি

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৪১ পূর্বাহ্ণ

আজকের শিশু আগামীর উজ্জ্বল নক্ষত্র।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে,বাংলাদেশে প্রতিদিন ৩০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। বছরে প্রায় ১০০০০ জন।যা বিশ্বের সবচেয়ে বেশি।এই হার অসুখ বিসুখের মৃত্যুর চেয়ে ও বেশি। কিন্তু এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নিয়ে জনমনে।সচেতনতার বড় অভাব আমাদের। বিশেষ করে, বর্ষা মৌসুমে যখন গ্রাম বাংলার খাল,বিল,নদী-নালা,পুকুর কানায় -কানায় পরিপূর্ণ তখন শিশুরা মেতে উঠে জলকেলিতে।তাদের অধিকাংশই জানেনা সাঁতার তখনই ঘটে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড বাংলাদেশের গবেষকদের মতে, শিশু মৃত্যুর জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, ভারী বর্ষণ, জলাবদ্ধতা, ঘরের কাছাকাছি নালা-ডোবার পরিমাণ বৃদ্ধি এবং বন্যা ইত্যাদি কারণগুলো চিহ্নিত করেন। এমন পরিস্থিতি মোকাবেলায়, পরিবারগুলোকে সতর্ক নজরদারি রাখতে হবে। কমিউনিটি সচেতনতা তৈরি করতে হবে। সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সারাদেশে সাঁতার শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে।
হাচান মাহমুদ শুভ, শিক্ষার্থী,
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

পূর্ববর্তী নিবন্ধভূপেন হাজারিকা : মানবতার শিল্পী
পরবর্তী নিবন্ধছেলেবেলার বয়স কিন্তু দুরন্তপনার