শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিসের স্মারকলিপি প্রদান

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকবিশিস চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমানো এবং বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ৪০% মহার্ঘ ভাতা প্রদান, ২০১০ এর নীতিমালা অনুযায়ী অভিজ্ঞতার আলোকে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ, বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স শিক্ষকদের এমপিও প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আবসার, মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আকতার, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্ত্তী, জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ অয়ন বড়ুয়া, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধযেভাবে সন্ধ্যা নামে