শিক্ষার উপরে প্রায় জঙ্গি হামলার মতো হামলা হচ্ছে : শিক্ষামন্ত্রী

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগামীতে একটি পরীক্ষা

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষার উপর প্রায় জঙ্গি হামলার মতো হামলা ঘটে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিছু সমস্যা আছে; সেটা সংশোধন হচ্ছেহবে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমে যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।

গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৪র্থ সমাবর্তনে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. হাসিনা খান। স্বাগত

বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে সরকার। একটি চক্র এই

শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়। আগামীতে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের সিটের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করবেন না। সারা পৃথিবীর মতো কলেজবিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে আগামীতে একটি পরীক্ষা গ্রহণ করা হবে। ঘন ঘন পরীক্ষা অর্থবহ না।

পূর্ববর্তী নিবন্ধরাজাকারের তালিকা প্রকাশ আগামী বছরের মার্চে : মুক্তিযুদ্ধমন্ত্রী
পরবর্তী নিবন্ধচবিতে পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী আহত ১