শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলুন

এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় ড. হোছামুদ্দিন

| বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটস্থ এরাবিয়ান লিডারশীপ মাদরাসার জিপিএ-৫ প্রাপ্তদের এক সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় মাদরাসা ক্যাম্পাসে গতকাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন শিক্ষার্থীদের দেশপ্রেম, ন্যায়নীতি শিক্ষা দিয়ে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্‌বান জানিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সেলিম উল্লাহ, সাফীর একাডেমির শিক্ষক মুহাম্মদ নুরুল আলম মাদানী, মাওলানা ফয়সাল আহমদ ও মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার মাইনুল মোস্তফা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের মানুষকে আবেগী বললেন ধাওয়ান
পরবর্তী নিবন্ধমুক্ত কণ্ঠ গ্রীনের সভা অনুষ্ঠিত