শিক্ষাব্রতী মওলানা আফজল চৌধুরী স্মরণসভা আজ

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাব্রতী মওলানা আফজল আহমদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণসভা আজ
বুধবার অনুষ্ঠিত হবে।
তিনি নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদ্রাসা ও নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন। ১৯০৮ সালে হাটহাজারীর ফরহাদাবাদের ইউসুফ চৌধুরী বাড়িতে জন্ম নেয়া মওলানা আফজল কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন। তিনি কলকাতায় মুসলিম ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এবং আসাম-বঙ্গ আরবি ছাত্র সম্মেলনের যুগ্ম সম্পাদক ছিলেন। পরে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলে হেড মওলানা ছিলেন। তিনি চুন্নু মিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালের ২০ জানুয়ারি মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ নম্বর ওয়ার্ডে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ
পরবর্তী নিবন্ধকাউন্সিলর তারেক সোলেমানের জানাজায় মানুষের ঢল