শিক্ষাজীবনেই গড়ে তুলতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, যে যত বেশি শিক্ষিত হবে জীবন সম্পর্কে সে তত সচেতন হবে। শিক্ষাজীবনেই জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।
আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ : উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে গতকাল কলেজ চত্বরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও লায়লা নাজনীন রবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি শাহীন আলম টিপু। বিশেষ অতিথি ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, কলেজ গভর্নিংবডির সদস্য ফজলুল হক, নেছার আহাম্মদ, ডা. মেজবাহ উদ্দিন তুহিন প্রমুখ।
বরমা কলেজ : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য, বলরাম চক্রবর্তী, এস এম সেলিম, মো. জসিম উদ্দীন ও সৈয়দ শিবলী ছাদেক কফিল। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবু আবু তাহের, ড. শিব প্রসাদ সূর, মো. জসিম উদ্দিন, আনিসুল মালেক, মুজিবুল হক চৌধুরী, মুবিনুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী ও ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. আবুল মনসুর।
বাঁশখালী ডিগ্রি কলেজ : বাঁশখালী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল কলেজের অধ্যক্ষ ফারুখ আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রাজমোহন নাথের পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আ ন ম শাহাদত আলম। বিশেষ অতিথি ছিলেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল, অধ্যাপক কামরুদ্দিন আহমদ, অধ্যাপক শহীদুল হক, অধ্যাপক আবদুল গফুর, অধ্যাপক মাহমুদুল হক চৌধুরী, অধ্যাপক মুনির উদ্দিন (খন্ডকালীন), কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আসলাম চৌধুরী, মোহাম্মদ রাশেদ ও অনিকা প্রমুখ।
যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ: যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। গর্ভনিং বডির সভাপতি এড. খোরশেদ আলম দোভাষ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. রেজাউল করিম, ছলিমুল্লাহ্‌ আজাদ, মৌসুমী দত্ত, টিপলু বড়ুয়া, মো. ইয়াছিন, সাহেদা খানম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদমন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না : শাহাদাত
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ. লীগের সম্মেলনের তারিখ আবারো পিছিয়ে ১২ ডিসেম্বর