শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে সফলতা নিশ্চিত করা সম্ভব হয়েছে

ওমরগণি এমইএস কলেজে বিভাগীয় কমিশনার

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বিভাগীয় কমিশনার ও ওমরগণি এমইএস কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. কামরুল হাসান গত ১৩ অক্টোবর কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন। বিএনসিসির একটি চৌকষ গার্ড অব অনার ও সালাম গ্রহণ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। পরে শিক্ষক মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, গভর্নিং বডির সদস্য প্রফেসর আবদুল মুবিন, অধ্যক্ষ আনোয়ারা আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, অভিভাবক প্রতিনিধি সদস্য এস এম জাকির হোসাইন, এনামুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য বাহার উদ্দিন মো. জোবোয়ে, মোহাম্মদ খোরশেদ আলম, শিক্ষক মো. নুরুল আমিন, শাহানা ইয়াসমিন ও ববি বড়ুয়া, আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি বলেন, শিক্ষক কর্মচারীদের সমন্বিত উদ্যোগে, শিক্ষাক্ষেত্রে সফলতা নিশ্চিত পূরণ করা সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতে তা ধরে রাখার জন্য তিনি শিক্ষকদের আহবান জানান। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে কোভিডের কারণে শিক্ষা ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে তা সশীরের অতিরিক্ত পাঠদান ও বিশেষ কার্যক্রম পরিচালিত করে তা পূরণ করতে হবে। সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম কলেজে অন-লাইন ভিত্তিক শ্রেণি কার্যক্রম তুলে ধরেন এবং কলেজ পরিচালনায় সার্বিক সহযোগিতায় জন্য পরিচালনা পর্ষদ সভাপতিকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা শিক্ষক পরিষদের সভা
পরবর্তী নিবন্ধসাহিত্যচর্চা অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানুষকে অনুপ্রাণিত করে