সাহিত্যচর্চা অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানুষকে অনুপ্রাণিত করে

সৈয়দা ডালিয়ার কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে অভিমত

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশন আয়োজিত সৈয়দা ডালিয়ার ‘হলুদ ফুলের দুপুর’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, সাহিত্য এমন একটি মাধ্যম যা মানুষ, সমাজ, রাষ্ট্র ও সভ্যতাকে প্রভাবিত করার মতো ক্ষমতা রাখে। সাহিত্যচর্চার মাধ্যমে মানুষ আত্মা ও মনের ক্ষুধা মিটতে পারে। যে দেশের সাহিত্য যত সমৃদ্ধ, সে দেশের সভ্যতার ইতিহাস তত সমৃদ্ধ হয়। সাহিত্যচর্চা অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানুষকে অনুপ্রাণিত করে। অন্যায়-অসত্যের বিরুদ্ধে মানুষের মধ্যে চেতনা ও মূল্যবোধ জাগ্রত করে। গত ১০ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে কবি রাশেদ রউফের সভাপতিত্বে আলোচক ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চবি চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শায়লা শারমিন ও অধ্যাপক জাহেদ আলী চৌধুরী যুবরাজ। স্বাগত বক্তব্য দেন লেখক সৈয়দা সেলিমা আক্তার।
আলোচনায় অংশ নেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, আবু মুসা চৌধুরী, জাহাঙ্গীর মিঞা, অ্যাডভোকেট শম্ভুনাথ নন্দী, ফারজানা রহমান শিমু, সৈয়দা ডালিয়া, ইসমাইল জসীম, সরওয়ার আরমান, মুহাম্মদ মহসীন চৌধুরী জয়নুল আবেদীন, রিপন সাহা, সোমা মুৎসুদ্দী, তসলিম খাঁ, শামীমা আক্তার, কাশেম আলী রানা, তাশরিফুল আবেদিন, মাইন উদ্দিন পারভেজ, হ্যাপি ব্যানার্জি, রফিক আহমদ খান, মো. ইলিয়াস খান, মো. এনামুল ইসলাম রনি, শামসুল হুদা মন্টু, রাসু বড়ুয়া, সৈয়দা বদরুন্নেসা, তানজিনা মুনা, রুমেনুর জান্নাত, সাহিদা বেগম তুতু, উন্মে হাবিবা মনি, আতিকুল ইসলাম আতিক, মোহাম্মদ আইয়ুব, ফারহানা ইসলাম রুহি, জায়তুন্নেসা জেবু, কৌশিক রেইন, সুপর্ণা দাশ, অরিত্রা সরকার, নাসরিন সুলতানা খানম, সুলতানা নীলুফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক কর্মচারীদের সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে সফলতা নিশ্চিত করা সম্ভব হয়েছে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও পাঠাগার উদ্বোধন