শিক্ষককে হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধন করেছে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম। মানববন্ধন থেকে সামপ্রদায়িক বর্বরতার অবসান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গতকাল বুধবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, কবি-সাংবাদিক আবুল মোমেন, কবি-অনুবাদক আলম খোরশেদ, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি কামরুল হাসান বাদল, বাচিক শিল্পী রাশেদ হাসান, অধ্যাপিকা শীলা দাশগুপ্ত প্রমুখ। খবর বাংলানিউজের।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরমত সহিষ্ণু, অসামপ্রদায়িক ও মুক্তচিন্তা-ধারায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনাকে ফিরিয়ে আনব এবং আমাদের স্বপ্নের বাংলাদেশকে ধর্মান্ধদের হাতে বিনষ্ট হতে দেব না।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ
পরবর্তী নিবন্ধইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদ