ইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদ

চবিতে কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত অভিন্ন নীতিমালা প্রতিহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন (৪র্থ শ্রেণী)। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে তারা। এ সময় তারা বাআবিকফ কর্তৃক প্রণীত ১১ দফা দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে-দপ্তরে যোগদান করার চেষ্টা করছে তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অভিন্ন নীতিমালা নামক একটি প্রহসন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা এটা মানি না। আমরা বঙ্গবন্ধুর প্রণীত সেই ৭৩-এর অ্যাক্ট বলবৎ চাই।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষককে হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধমানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালন সপ্তাহ উদ্বোধন