শাহীন খান

হাত বাড়িয়ে দাও

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

আঁকতে পারি গাঁ কে
প্রিয় আমার মা কে
পদ্মা নদী আঁকতে পারি
ইলিশ যেথায় থাকে।
গাছগাছালি পাখপাখালি
আঁকতে পারি চাঁদ রূপালি
সূর্য কিরণ মেঘের শোভা
সবুজ ছবি মনোলোভা
মেঠোপথের ধুলি কণা
চাষি ভাইয়ের ফসল বোনা
গাঁয়ের বঁধু পদ্মপুকুর
দু’পায়ে মল ছোট্ট খুকুর
কিংবা ধরো পার্ক ও বন
বৃষ্টি বাতাস শনশনাশন
শহর নগর গঞ্জ
বক্তৃতা মাইক মঞ্চ
সাধ মেটে না তাও
বয় না সুখের বাও
ঠিক তখনি বঙ্গবন্ধু
হাত বাড়িয়ে দাও ।

পূর্ববর্তী নিবন্ধসরোয়ার রানা
পরবর্তী নিবন্ধফারুক হাসান