শাহাদাতসহ ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৬ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানার একটি নাশকতার মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের
আদালত এ আদেশ দেন। এ সময় শাহাদাতসহ এজাহারভুক্ত বেশিরভাগ নেতাকর্মী কাঠগড়ায় হাজির ছিলেন। আসামি পক্ষের আইনজীবী মফিজুল হক ভূইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর আকবরশাহ থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ১৮ দলের ৪৮ ঘণ্টা ঢাকা অবরোধের দ্বিতীয় দিনে আকবরশাহ থানাধীন সিটি গেট থেকে কর্নেল হাট সিডিএ কাঁচাবাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর আসামিরা বেআইনিভাবে একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র এবং লাটিসোটাসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং বিক্ষোভ মিছিল করে জনমনে আতংক সৃষ্টি করেন। পরে ২০১৪ সালের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আগামী ধার্য তারিখ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইউপি সচিবের পাশাপাশি কলেজ শিক্ষকও তিনি
পরবর্তী নিবন্ধসৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল