শাটলের বগি বাড়ান, ডেমু ট্রেন চালু করুন

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত দেশের অন্যতম স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের সর্ববৃহৎ এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন হলো শাটল ট্রেন। বর্তমানে ২ টি শাটলে প্রতিদিন ৯ থেকে ১২ হাজার শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য ২ টি শাটল যথেষ্ট নয়। নতুন শিক্ষার্থীদের আগমনে এ সংখ্যা প্রতিবছর ভারি হচ্ছে ঠিকই, কিন্তু নতুন ট্রেন কিংবা ট্রেনের বগির সংখ্যা বাড়ছে না। অসহ্য গরমে ট্রেনে গাদাগাদি থেকে বাঁচতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়তে বাধ্য হচ্ছে। শাটলের চাপ কমাতে আগে একটি ডেমু ট্রেন চালু ছিল। শিক্ষার্থীদের জন্য এসি ও ওয়াইফাই সুবিধা সম্বলিত একটি নতুন শাটল ট্রেন দেওয়ার কথা বলে ডেমু ট্রেনটি গতবছর বন্ধ করে দেয়া হয়। ফলশ্রুতিতে শাটলে মাত্রাতিরিক্ত চাপ শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তুলেছে। সুতরাং, নতুন ট্রেন আসার আগ পর্যন্ত এ সমস্যা থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে ডেমু ট্রেন পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের অসুবিধার দিকটি বিবেচনা করে উক্ত সমস্যার সমাধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

মাহমুদুল ইসলাম মারুফ

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজন বেয়ার্ড: টেলিভিশন আবিষ্কারক
পরবর্তী নিবন্ধবেহুলার বাসর