শহীদ লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেনআজকের শিক্ষার্থীরা ভবিষ্যৎ দেশজাতির কর্ণধার। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এ যুগে শিক্ষার্থীদের স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তুলতে বৃত্তি পরীক্ষা ইতিবাচক ভূমিকা রাখে। গত বুধবার সকাল ১০ টায় মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুফ সভায় সভাপতিত্ব করেন। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চন্দনাইশ জোনের সমন্বয়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেনশহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর সচিব মোহাম্মদ মাসরুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্পিডবোটসহ সকল নৌযানের ভাড়া কমানোর দাবি
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশের মূল চালিকাশক্তি হবে আজকের প্রজন্ম