শরতে কাশফুল

মোহাম্মদ নেছার | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ভোর হলে পাখি ডাকে মনে লাগে সুখ,

বাকুম পায়রা ডাকে ভুলে যায় দুখ।

পাখি সব করে রব আঁধার পোহালে,

রাত জাগা চাঁদ মামা সকালে ঘুমালে।

শরতে নরম ছোঁয়া দোলা দিল মনে,

তুলতুলে কাশফুল ফুটে আছে বনে।

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে ছুটে চলে দূরে,

মাছরাঙা সাদা বক চায় ফিরে ফিরে।

নীলাকাশ স্নিগ্ধ হয় চাঁদ ও তারায়,

জোনাকিরা আলো নিয়ে আঁধারে হারায়।

পিরিতি জেগেছে মনে শরতের কালে,

ফুরফুরে হাওয়ায় কাশফুল দোলে।

পূর্ববর্তী নিবন্ধতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : কালজয়ী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধস্বপ্ন জল