স্বপ্ন জল

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

শ্রাবণ সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টিতে

কদম হাতে এসেছো ভুল পথে

আকাশে চাঁদ তারাদের আগমনী

তুমি দাঁড়িয়ে জোছনার সাথে ।

সাক্ষাতেই মন ডুবলো স্মৃতি জলে

চোখের দৃষ্টি তোমাতে

চোখ ছলছল কিছু নীরব জল ঝরে

গড়িয়ে গেলো দেখার সাথে ।

ইচ্ছে জাগে বলি, ও আমার প্রেম

এসো অভিমান যাই ভুলি!

চলো জোছনার আলিঙ্গনে মায়ায়

জড়িয়ে সব ভুলে পথ চলি ।

মেঘেরও নৌকায় ভেসে যাব দুজন

তারারা ছিটাবে ফুল

নব অঙ্গীকারে মায়াবী

হাওয়ার ছোঁয়ায়

ভুলে যাবো সব ভুল ।

স্বপ্নে এসে তুমি ভালোবাসি বলে

রাঙাও আমার ভুবন

ভাবনায় ডুবে মন স্বপন আর জাগরণ

স্বপন হয় না আপন ।

তোমাকেই বলি, ভালো

থেকো আজীবন

স্মৃতি হোক তোমার আমার সাথি

কৃষ্ণচূড়ার লালে রাঙিয়ে থাকুক প্রেম

তুমি আর আমি স্বপ্ন জলে মাতি।

পূর্ববর্তী নিবন্ধশরতে কাশফুল
পরবর্তী নিবন্ধসময়ের বিষণ্নতা