শবে বরাতের রোদ

হাসান মসফিক | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

তারাবাতিএই মহিমার মহোৎসব, এইসব এলেমের রোদ কি কেবলই এক কঙ্কালযাত্রা, সন্তযোগ নয়? কেবলই ঘোড়দৌড়ের নখরামি?

যদিবা রবিবারে একই সুর বাজে, সাদকার মনোহারী নিয়ে বসবে কোনও জোড়া ময়ূরি। এ অর্ধশাবানের রোদ। এ বিলাবল কেবল ছুটে যেতে চায়, ছায়ার শরীর থেকে। এ দু’মাত্রার মেঘ, এ জখম। এ রতি আজ নাহি হারাবার

এ মঞ্জরি তবু তোমাকে, তোমাকে বলে ডেকে উঠবার

পূর্ববর্তী নিবন্ধজবানবন্দী
পরবর্তী নিবন্ধবারুদগন্ধী মানচিত্র