শনাক্তের হার ১.৭১

নতুন রোগী ৩০৫, মৃত্যু ৭ জনের

| শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ৩০৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৫৪ জন।
নতুন শনাক্তদের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের তিনজন ঢাকার বাসিন্দা ছিলেন। আগের দিন বৃহস্পতিবার দেশে ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৬ জনের। সে হিসেবে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫০ শতাংশ ছিল।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন ১ জন করে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ২১ জনের বয়স ৩০ বছর, ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী; ৭ জনই সরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৬ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধফের রিমান্ডে ইকবাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচন আজ