চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। দুইটি প্যানেল থেকে ৫২জন এবং স্বতন্ত্র ৩জন মিলে সর্বমোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে উৎসবমুখর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ভোটগ্রহণ করা হবে। ৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বার ২০টি ভোট প্রদানের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতিসহ ২০ জন কর্মকর্তা নির্বাচিত করবেন। অপরদিকে ৩২৩ জন ডোনার মেম্বার পরিচালনা পর্ষদের ২জন ডোনার সদস্য নির্বাচিত করবেন। অবশ্য ডোনার ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ডা: এম এ তাহের খান- রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সিএমপি সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশনাক্তের হার ১.৭১
পরবর্তী নিবন্ধস্ত্রী ভেবে আরেক নারীকে খুন