লোহাগাড়ায় তিন হোটেল মালিককে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে তিন হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ইউনিয়নের ডেপুটি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

জরিমানা আদায় করা হয়েছে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন রাজ হোটেলকে ২ হাজার টাকা, এনামুল হকের মালিকানাধীন মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা ও মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন

শাহাবুদ্দিন হোটেলকে ২ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া একইদিন লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব হাজির পাড়ায় মো. আজিম নামে এক ব্যক্তি সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছিল। সরেজমিন পরিদর্শনে গিয়ে তা দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউটিএসের যৌথ প্রোগ্রাম চালু