প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউটিএসের যৌথ প্রোগ্রাম চালু

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়ার একটি যৌথ প্রোগ্রাম চালু হয়েছে। এই প্রোগ্রামটি হলো ইউটিএস ডিপ্লোমা প্রোগ্রাম (এক বছরের স্নাতকসম্মানের সমমান ডিগ্রি অথবা স্নাতকোত্তর এক সেমিস্টারের সমমান)। বাংলাদেশে এই ধরনের যৌথ প্রোগ্রাম নেই বললেই চলে। এই প্রোগ্রামটিকে ইউজিসি কর্তৃক অনুমোদন প্রদানের সময় ইউজিসি বিশেষভাবে উল্লেখ করেছে ‘উচ্চশিক্ষায় বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বিবেচনায় রেখে’ এই প্রোগ্রামটির অনুমোদন দেওয়া হয়েছে।এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটিইউটিএসের অধীনে ভর্তি হয়ে এক বছর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যয়নের পর বাকি সেমিস্টারগুলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়াতে সম্পন্ন করে ইউটিএস থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে, এমনকি প্রিমিয়ার ইউনিভার্সিটি বা ইউটিএস, অস্ট্রেলিয়ায় একবছর শিক্ষা সমাপনান্তে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষার সুযোগপ্রাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় তিন হোটেল মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে কর্মশালা