লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন

লামা প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শেখ হাসিনা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় এবং সে স্বপ্ন বাস্তবায়ন করে ছাড়ে। নিজের দেশের জনগনের টাকায় নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন করে তিনি আবারো তা প্রমান করলেন। তিনি বলেন, শেখ হাসিনা মানে আলো। কেউ অন্ধকারে থাকবেনা । ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। তারই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলে ৫৬৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের লাইন সম্প্রসারন কাজ চলছে। যেখানে বিদ্যুৎ পৌছবেনা, সেখানে সোলার দেয়া হবে। আমাদের সন্তানেরা মোমবাতির আলোতে নয়, বিদ্যুতের আলোতে পড়া- লেখা করে সুশিক্ষায় শিক্ষিত হবে। তিনি গতকাল শনিবার একদিনের সরকারি সফরে লামা উপজেলার শিলেরতুয়া-রূপসী পাড়া সড়কে মাতামুহুরী নদীর উপর এলজিইডির অর্থায়নে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮৪ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা হবেনা। আমরা প্রতি ইঞ্চি জায়গাকে উৎপাদনের আওতায় নিয়ে আসবো। উন্নয়ন বোর্ডের মাধ্যমে এসকল জমিতে মিশ্র ফল বাগান, কাজুবাদাম, কফিসহ বিভিন্ন ফসল উৎপাদন করা হবে।
একই দিন মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শিলেরতুয়া বৌদ্ধ বিহার এবং শ্মশানের সীমানা প্রাচীর , বাইশপাড়ী বৌদ্ধ বিহার নির্মান, চিন্তাবর পাড়া বৌদ্ধ বিহার নির্মান, বাইশপাড়ী হতে চিন্তাবর পাড়া রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন। গজালিয়া ফাদু খালের উপর ব্রীজ ও সংযোগ সড়ক নির্মান ও বাতেন টিলা মুসলিম পাড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেন ও গজালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনা সদস্য হারুন-অর-রশিদ, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা ও প্রদীপ কান্তি দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅবক্ষয়ের বৃত্ত থেকে ফিরিয়ে এনে তারুণ্যকে বাঁচাতে হবে
পরবর্তী নিবন্ধকর্তৃপক্ষের ত্বরিৎ উদ্যোগ ট্রেনে ফেলে আসা ২৫ হাজার টাকা ফেরত পেলেন বৃদ্ধা