অবক্ষয়ের বৃত্ত থেকে ফিরিয়ে এনে তারুণ্যকে বাঁচাতে হবে

যুবসেনা নগর উত্তরের সম্মেলনে এম এ মতিন

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন, জাতির সম্ভাবনাময় যুব সমাজকে আমরা আজ ঠিক পথে পরিচালিত করতে পারছি না। তারা আজ অবক্ষয়গ্রস্ত, পথহারা ও দিশেহারা। দেশ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক সমাজ আজ ছাত্রদের হাতে মার খাচ্ছে। শিক্ষক খুন-হেনস্তায় জড়িত জিতু মিয়ারা তারুণ্যের অবক্ষয়ের বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাই অবক্ষয়ের বৃত্ত থেকে ফিরিয়ে এনে এই বিশাল যুব তারুণ্যকে বাঁচাতে হবে। বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম নগর উত্তরের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত যুব সম্মেলনে এম এ মতিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শনিবার যুবসেনার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী যুব সম্মেলনে সভাপতিত্ব করেন নগর উত্তর যুবসেনা সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী। উদ্বোধক ছিলেন শাহজাদা আবদুল কাদের চাঁদ মিয়া।
প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ জসিম উদ্দীন। স্বাগত বক্তব্য দেন আমির হোসেন লিটু। যুব সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এক র‌্যালি শুরু হয়ে আন্দরকিল্লা চত্বরে এসে শেষ হয়।
মুহাম্মদ বদরুল হুদা তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন মাহমুদ, মাওলানা সিরাজুল মোস্তফা সিদ্দিকী, হাফেজ মাওলানা আবদুল আজিজ, মুহাম্মদ আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, আজিম উদ্দিন আহমদ, মুহাম্মদ জামাল উদ্দীন, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, আব্দুল্লাহ আল জাবের, হাফেজ মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, শফিউল করিম, দেলোয়ার হোসেন, বেলাল কাদেরী, বশির আহমদ চৌধুরী, করিম উদ্দিন, মামুনুর রশিদ জাবের, বেলাল রেজা কাদেরী, মুহাম্মদ বেলাল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধলামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন