লাদাখ ও মস্কো চুক্তি নিয়ে চীন-ভারত আলোচনা

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৪৪ অপরাহ্ণ

চীনা প্রতিনিধি ওয়াং ই-এর সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত অচলাবস্থা নিয়ে মস্কো চুক্তি বাস্তবায়ন এবং পূর্ব লাদাখের অবস্থা নিয়ে আলোচনা করেছেন তারা। জয়শঙ্কর টুইট করে এসব জানান। এই দুই নেতা গত বছরের সেপ্টেম্বরে যে পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন তা নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে সীমান্তে স্থিতি বজায় রাখার আলোচনা চালিয়ে যাওয়া। একই সাথে নতুন আস্থা তৈরির প্রয়োজনীয়তার কথাও হয়েছে তাদের মধ্যে। খবর বাংলা নিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যুত্থানকারীদের থামাতে জাতিসংঘকে ব্যবস্থা নিতে অনুরোধ মিয়ানমার দূতের
পরবর্তী নিবন্ধ৭৬ সৌদি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের