লকডাউনে হতদরিদ্রদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে

সিপিবির মানববন্ধনে নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

দ্রুততার সাথে সকলের জন্য করোনা ভ্যাকসিন ও লকডাউনে খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় হাজারী গলিতে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য নূরচ্ছফা ভূঁইয়া, ডা. মহসিন, ডা. আশীষ ঘোষ, অজয় সেন, অমিতাভ সেন, জামালউদ্দীন, টিকলু দে প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে দ্রুততার সঙ্গে ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে। চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষদের জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বন্যহাতির আক্রমণে দুই নিহতের পরিবারকে চেক প্রদান
পরবর্তী নিবন্ধপ্রধান শিক্ষক ও কমিটি নিয়ে জটিলতা নিরসন দাবি