প্রধান শিক্ষক ও কমিটি নিয়ে জটিলতা নিরসন দাবি

সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরকে নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে জটিলতা-এসবের প্রতিকার চেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরের নানা অনিয়ম ও দুর্নীতি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে হাজির হন তারা। এতে বক্তারা বলেন, একদিকে করোনা মহামারী, অপরদিকে কমিটি নিয়ে বিরোধ হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকশ শিক্ষার্থী। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ চলমান সমস্যা সমাধানে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলা কান্তি দেব, তপন কুমার চক্রবর্তী, পরিতোষ দাশ, কাঞ্চন দাশ, নাসরিন আক্তার, উজ্জল দে, অভিভাবক আবু বক্কর, সমীর রুদ্র, মরজান আক্তার, রাশেদ আলী, মো. হারুন, আবু হানিফ প্রমুখ। উল্লেখ্য, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন স্কুল পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেন। এরই মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু বিদ্যালয়ের একজন অভিভাবকের হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে ওই কমিটির কার্যক্রমও স্থগিতের আদেশ প্রদান করে আদালত। এদিকে কমিটি নিয়ে বিতর্ক চলাকালীন প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরের সাময়িক বরখাস্ত জনিত কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিনিয়র শিক্ষক বাবলা কুমার দে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০১৭ সালের ৬ আগস্ট জারিকৃত আদেশ এবং হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং-৩৬৫৭/২০১৫ এর রায় বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে হতদরিদ্রদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় গরুর খামারে ১২ ফুট লম্বা অজগর