রোটারিয়ানদের সেবার মনোভাব নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান

চিটাগং রিভার শাইন রোটারি ক্লাবের প্রথম সভা

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের রোটা বর্ষ ২০২১-২২ এর প্রথম সাধারণ সভা সভাপতি রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিজিই রোটারিয়ান রুহেলা খান চৌধুরী ও ডিজিএন মতিউর রহমান। সভার শুরুতেই রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট শেখর মেহেতার কল অনুযায়ী ডা. সায়মা রুবায়েত ইসলামকে রোটারি শপথ পাঠ করিয়ে রোটারি পরিবারে স্বাগত জানান ডিজি আবু ফয়েজ খান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বর্তমান অবস্থায় জনগণের পাশে থেকে সেবার কার্যক্রমকে এগিয়ে নিতে রোটারিয়ানদের প্রতি আহবান জানান। রিভার শাইনের কার্যক্রমের প্রশংসা করেন ও সভাপতি আশেক এলাহীর ক্লাব আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি রুহেলা খান চৌধুরী ও মতিউর রহমান ক্লাবের নুতন বোর্ডকে স্বাগত জানান ও বর্তমান ডিজি নির্ধারিত সেবার কার্যক্রমগুলো সুষ্ঠভাবে সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন ক্লাব হতে আগত অতিথি প্রেসিডেন্টগন নুতন বোর্ডকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। ভোট অফ থ্যাংকস প্রদান করেন ডা. এম এ করিম।এছাড়াও মিটিং এ উপস্থিত ছিলেন রোটারিয়ান মুনমুন আফরোজ, সামিনা ইসলাম, সেলিম সোলেমান, জিয়া উদ্দিন চৌধুরী, তাসনিম আবেদিন, আজিজুল হক, মর্তুজা বেগম, ক্যাপ্টেন সালাউদ্দিন আজিজ, বিশ্বজিত বড়ুয়া, ডা. নাজ সোহানি সুলতানা, তানিয়া কবির, এস এম কাইসার আলী, সানিউল ইসলাম, প্রফেসর ড.মোহিত উল আলম, ডা. কামরুল হাসান, মেসবাউর রহমান, তাসকিয়া জহুর চৌধুরী, নকিব খান, মিজানুর রহমান, ডা. বদরুদ্দোজা, জান্নাতুল ফেরদৌস, আশিষ দত্ত, সামশুল আলম ও সাব্বির চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএমপি ফজলে করিমের সাথে মহানগর পূজা পরিষদের মতবিনিময়