রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করে তুলতে হবে

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কার্যালয়ে ৩ দিন ব্যাপী রেড ক্রিসেন্ট রেড ক্রস মৌলিক ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৯টি উপজেলার ৩০জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের ২য় দিনে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারি আসলাম খান, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, প্রশিক্ষক মোহিত দেবনাথ। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। দীপ্ত ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করে সকল যুব সদস্যকে প্রশিক্ষিত যুব হিসেবে গড়ে উঠতে হবে। মানবতার সেবার ব্রত নিয়ে সকলকে মানবিক মানুষ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাসাস সন্দ্বীপ উপজেলা ও পৌরসভার কর্মী সভা
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে ছবকদান