রিয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইল বিক্রি, চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইল বিক্রয়কালে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার মো. আবছার (৪২) সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের মোজাহের আহমদের পুত্র। সূত্র জানায়, গত রোববার রাতে কোতোয়ালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালায়। এ সময় রিয়াজউদ্দিন বাজারস্থ রিজোয়ান কমপ্লেক্সের ২য় তলা শাহ আমানত মোবাইল লেমেনেটিং সেন্টার নামক দোকানের ভিতরে চোরাই মোবাইল ফোন বিক্রয়ের সাথে জড়িত থাকায় আসামি মো. আবছারকে (৪২) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হল শিক্ষার্থীরা