রাসেল একটি দেবদূত

আবদুল্লাহ ফারুক রবি | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

ঘাতকের বুলেটের আঘাতে মারা যাওয়ার আগে
একটি প্রাণ ছিল
প্রাণের অধিক স্বপ্ন ছিল
কলরব আর দুরন্তপনায় ছিল উচ্ছল-উজ্জ্বল
রাসেল এখনো আছে
মানুষের স্বপ্ন হয়ে
দূর আকাশের তারা হয়ে
সূর্যের ঝিকিমিকি আলোতে
খোলা আকাশের হাসিতে
পাতার নতুন কুড়িতে
ফুলের পাপড়িতে
পাখির কলকাকলীতে
সারা বাংলা জুড়ে
রাসেল গল্পের লাইন হয়ে
গল্প শোনাবে মায়ের কোলে
রাসেল অন্ধকারে আলো হয়ে
দূরের বাতি ঘরের নিশান হয়ে
পথ দেখাবে হাজারো বছর
রাসেল অগ্রদূত, শান্তির পতাকা
ত্যাগের মহাকবি
রাসেল দেবদূত, সোনালী সূর্য
অহংকারের প্রতিচ্ছবি।

পূর্ববর্তী নিবন্ধটমাস আলভা এডিসন : বহু আবিষ্কারের জনক
পরবর্তী নিবন্ধঅবহেলিত শিশুদের আলোকিত জীবন গড়ার অনুপ্রেরণা শেখ রাসেল