রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপ্রধান প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানবিক সহায়তা কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। আবদুল হামিদ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন। রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার, বিজিএমইএ ফোরামের সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নৌকার প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
পরবর্তী নিবন্ধবেগম জিয়াকে বিদেশ নেয়ার দাবি রাজনৈতিক : তথ্যমন্ত্রী