লোহাগাড়ায় দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

আচরণবিধি ভঙ্গ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে ২ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ঘোড়া প্রতীকের প্রতিনিধিকে ৯ হাজার ও মোটরসাইকেল প্রতীকের প্রতিনিধিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে রাত ৮টার পর একাধিক মাইক নিয়ে প্রচারণা করায় মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়মের হ্যাটট্রিক নাকি পারভীন-চুমকির চমক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, মাঠে রইলেন তিনজন