রাষ্ট্রপতির কাছে ১০ নাম জমা, শিগগিরই নতুন সিইসি ঘোষণা

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

সার্চ কমিটির কাছ থেকে নামের প্রস্তাব পেয়ে তার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনের আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাদের সুপারিশ জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০টি নামের সুপারিশ করেছে সার্চ কমিটি। এর মধ্য থেকে একজন সিইসিসহ অনধিক পাঁচজনকে নিয়ে নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপ্রধান, যে কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে। খবর বিডিনিউজের।
রাষ্ট্রপতি সুপারিশ পর্যালোচনা করে অচিরেই নতুন সিইসি এবং নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন বলে সার্চ কমিটির সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।
সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান অসুস্থতার কারণে যাননি বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে, যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবে।
এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটি বা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। এর আগে দুবার সার্চ কমিটি গঠন করে ইসিতে নিয়োগ হলেও তখন আইন ছিল না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন এ সময় উপস্থিত ছিলেন।
২০১৭ সালে তখনকার সার্চ কমিটি যেদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ তুলে দিয়েছিল, সেদিনই নিয়োগের আদেশ হয়েছিল। এবারও তাই হচ্ছে কি না- সাংবাদিকরা প্রশ্ন রেখেছিল মন্ত্রিপরিষদ সচিবের কাছে। জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার তা হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, সার্চ কমিটি তাদের রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন। এখন তিনি এটা একটু পর্যালোচনা করবেন। পরে অতিসত্বর তিনি নির্দেশনা দেবেন।
সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, দুই-এক দিনের মধ্যে যাতে… যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন জারি করা হবে।
সার্চ কমিটির সুপারিশের ১০টি নাম প্রকাশ করা হবে কি না- এ প্রশ্ন এড়িয়ে আনোয়ারুল বলেন, নিয়ম তো হল পাঁচ জনের নাম ঘোষণা করা। যে পাঁচজনের নিয়োগ হবে, তা আপনারা জানতে পারবেন। কুইকলি হয়ে যাবে। কাদের কাদের নাম প্রস্তাব করেছেন, তা সার্চ কমিটিও প্রকাশ করেনি। কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান ইতোপূর্বে জানিয়েছিলেন, এটা রাষ্ট্রপতির এখতিয়ার।

পূর্ববর্তী নিবন্ধসৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে চসিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কাল টিকা পাবে ৪ লাখ মানুষ