হুলাইন সালেহ-নূর কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

হুলাইন সালেহনূর কলেজের ২দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক সুষ্মিতা মজুমদার।

অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়া তাঁর বক্তব্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি, লোকগীতি, আধুনিক গান, নৃত্য, বিতর্ক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জনগণের কল্যাণে কাজ করুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমায় নানা আয়োজন