রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

হিংসাটাকে কেমন করে রুখতে হয়
কোনো কিছু বুঝতে হলে
ঠিক ভেতরে ঢুকতে হয়
অন্যকে যে কষ্টে ফেলে
তাকে কিন্তু ধুঁকতে হয়।

ভালো-মন্দ করতে যাচাই
মন দিয়ে সব শুঁকতে হয়
না চাইলেও যুদ্ধটাকে
যুদ্ধ দিয়ে রুখতে হয়।

দান-প্রতিদান নাই বা থাকুক
ভালোবাসায় ঝুঁকতে হয়
জানেন নাকি হিংসাটাকে
কেমন করে রুখতে হয়?

পূর্ববর্তী নিবন্ধপ্রত্ননিদর্শন দর্শনে ভ্রমণ
পরবর্তী নিবন্ধরঙমহল এখন ভূতের বাড়ি