রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাড়ছে

দুর্ভোগ বাড়ে দুর্গতি বাড়ে

উদ্বেগ বাড়ে সমানেই

দিনে দিনে বাড়ে পণ্যমূল্য

তাই হাতে টাকা জমা নেই।

ক্ষমা নেই কারো অবিচার হলে

সুবিচার হবে দুনিয়ার

যার সম্মান সে’ই পাবে দেশে

সিনিয়ার’ কিবা ‘জুনিয়ার’।

বাড়ে সংশয়বাড়ে বুকে ভয়

বাড়ছে শিল্পী কবিও

কারো বাড়ে লোভ কারো বাড়ে ক্ষোভ

বেড়ে চলে বেয়াদবিও।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি চট্টগ্রামের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বর্ণিল আয়োজন