রাশিয়াকে ‘অলিম্পিক শেষের আগে যুদ্ধ শুরু না করতে’ বলেছিল চীন

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস শেষ হওয়ার আগে রাশিয়া যেন ইউক্রেনে আক্রমণ না করে, সেজন্য ফেব্রুয়ারির শুরুর দিকেই চীনের উর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন বলে পশ্চিমা এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, প্রশাসনের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা ও ইউরোপের এক কর্মকর্তা এতথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
চীনের উর্ধ্বতন কর্মকর্তারা যে গত সপ্তাহে ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার বেশ আগে থেকেই রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা বা উদ্দেশ্যের কথা জানতেন, গোয়েন্দা প্রতিবেদনটিতে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনের আগে গত মাসের ৪ তারিখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছিল। তখন বেইজিং ও মস্কো ৫ হাজার শব্দের এক বিবৃতিতে দুই দেশের অংশীদারিত্বের কোনো সীমারেখা নেই জানানোর পাশাপাশি ন্যাটোর সমপ্রসারণের নিন্দা জানিয়ে সত্যিকারের গণতন্ত্রের ওপর ভিত্তি করে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় জোর দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমারিওপোল আমাদের হাতেই আছে : ইউক্রেন সামরিক বাহিনী
পরবর্তী নিবন্ধরুশ গ্রাডকে টেক্কা দিল ইউক্রেনের জ্যাভলিন